রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

এনসিপির গঠনতন্ত্র প্রণয়ন কমিটি ঘোষণা, দ্রুত খসড়া উপস্থাপনের নির্দেশ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২৭, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

দলের গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শনিবার দলের চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্তক্রমে এ কমিটি গঠন করা হয়।

ছয় সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে অ্যাডভোকেট জাবেদ রাসিনকে। কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, খালেদ সাইফুল্লাহ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট হুমায়রা নূর।

 

রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি– এনসিপির চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিনকে প্রধান করে ৬ সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

সর্বশেষ - সংবাদ