নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান-সহ জিয়া পরিবার কে শুভেচ্ছা- অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জনদল (বিজেডি) বাংলাদেশ জনদল বিজেডির চেয়ারম্যান- মাহবুবুর রহমান জয় চৌধুরী বলেছেন, দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত।
বর্তমান দেশের পরিস্থিতি ও রাজনৈতিক যে সংকট সৃষ্টি হয়েছে তা অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিজেডি’র চেয়ারম্যান আরো বলেন, অস্থিতিশীল রাজনীতি, সামাজিক অবক্ষয়, আইনশৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক সংকটে দেশ এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে ।
তিনি আরোও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে একটা দৃঢ় ঐক্য গড়ে তুলবেন, গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে ঐক্য গড়ে তুলবেন। বাংলাদেশ জনদল বিজেডির মহাসচিব সেলিম আহমেদ বলেন, দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
তাঁদের এই গৌরবময় প্রত্যাবর্তনে জানাই শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। মঙ্গলবার ৬ মে বাংলাদেশ জনদল বিজেডির সাংগঠনিক সমন্বয়কারী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।