মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের আগমন এবং জুলাই পদযাত্রা বাস্তবায়নের জন্য ৭৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে খুলনা জেলা এনসিপি। এনসিপি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাস্তবায়ন কমিটি ৬ টি সেল গঠনের বিষয়ে এ তথ্য জানানো হয়।
বাস্তবায়ন কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এসএম আরিফুর রহমান মিঠু ও মোল্লা শওকত হোসেন বাবুল। বাস্তবায়ন কমিটির আহবায়ক এনসিপি খুলনা জেলার প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব হিসেবে রয়েছেন ডা. আব্দুল্লাহ চৌধুরী। বাস্তবায়ন কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাজিদুল ইসলাম বাপ্পি, জহুরুল তানভীর, জায়েদুর রহমান প্রিন্স, মোঃ রাতুল হাসান, শেখ ইখতিয়ার উদ্দিন শাফু, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মনিরুল ইসলাম,
এস এম জসিম উদ্দীন, মোঃ সাগর, রাফসান রফিক ওশান, সামছুল আরেফিন লিওন, সজিব মোল্লা, ফাহমিদ ইয়াসি, সাজ্জাদুল ইসলাম আজাদ, হামীম রাহাত, তাহমিদুন্নাহার তামান্না ও সানজিদা আক্তার আখি। প্রচার প্রচারণা সেল এর দায়িত্বে রয়েছেন, ডা. আব্দুল্লাহ চৌধুরী। সাথে রয়েছেন সাইফুল ইসলাম, জয় বৈদ্য , এস এম জসিম উদ্দীন, সজীব মোল্লা, মহরম হোসেন মাহিম, নাজমুল হোসেন ইমরান,
রাশেদ শেখ, মোঃ শরিফ, মিরাজুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম আজাদ, রেজওয়ান আহমেদ, আবিদ শান্ত, শেখ রিয়াজ, সাব্বির হাওলাদার ও এ্যাড. এস এম মাসূদুর রহমান আর্থিক ম্যানেজমেন্ট সেল এর দায়িত্বে রয়েছেন এস এম আরিফুর রহমান মিঠু। সাথে রয়েছেন সাজিদুল ইসলাম বাপ্পি, সামছুল আরেফিন লিওন ও মোঃ সাগর। লজিস্টিক সেল এর দায়িত্বে রয়েছেন হামীম রাহাত, এ্যাড. এস এম মাসূদূর রহমান, সাজ্জাদুর রহমান আজাদ, মুশফিক মেনান, রাফসান ওশান ও মুস্তাকিন শেখ। নিরাপত্তা ও শৃঙ্খলা টিমের দায়িত্বে রয়েছেন ফরিদ পাঠান, জহুরুল তানভীর ও শহিদুল ইসলাম বাবু।
তাদের সঙ্গে রয়েছেন সামসুল আরেফিন লিওন, মুনজির ফাহিম , ফাহমিদ ইয়াসি, সাজ্জাদুল ইসলাম আজাদ, কদরুল হাসান, সাকিব রেজা, তাজবিরুল হক শোয়েব, আবু বক্কার, তামিম, খালিদ সাইফুল্লাহ, আরিয়ান, মুস্তাকিম হোসেন, খালিদ শামস প্রান্ত ও মোঃ নাহিদ ইসলাম।
আপ্যায়ন সেল এর দায়িত্বে রয়েছেন সাজিদুল ইসলাম বাপ্পি, কাজী রিয়াদ সুমন, রুমি রহমান, সানজিদা আক্তার আখি, ইলমা রহমান, আফসানা মিম, শ্রাবনী আক্তার ও সুমাইয়া সুলতানা। এ্যাকোমডেশন সেল এর দায়িত্বে রয়েছেন রাফসান রফিক ওশান, মুনজির ফাহিম, খালিদ সাইফুল্লাহ, রুবেল মাহমুদ ও কদরুল হাসান।