রবিবার , ৪ মে ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ৪, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর হামলা হয়েছে। হামলাকারীরা তাঁর গাড়ি ভাঙচুর করে। গতকাল রবিবার সন্ধ্যার কিছু পর নগরের চান্দনা চৌরাস্তায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের এনসিপি নেতা অ্যাডভোকেট আবু নাসের খান।

আবু নাসের খান বলেন, হাসনাত আবদুল্লাহ চান্দনা চৌরাস্তা হয়ে ঢাকায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাঁর গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় হাসনাত আবদুল্লাহর গাড়ি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাসনাত আবদুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এদিকে হাসনাত আবদুল্লাহর ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে রাত ৯টার দিকে নগরীর চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ কয়েকটি সংগঠন। বক্তব্য দেন এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) আবদুল্লাহ আল মুহিম, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক মহসিন, ফাহিম, মোকারিম বিল্লাহ রূপক প্রমুখ।

দেবীদ্বারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল : দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি জানান, গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। গতকাল রাত সাড়ে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদসভায় হাসনাত আবদুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য দেন এনসিপি নেতা রাকিবুল ইসলাম হৃদয়, নাজমুল হাসান নাহিদ, কাজী নাসির প্রমুখ।

কুমিল্লায় শিক্ষার্থীদের সমাবেশ ঘিরে উত্তেজনা : কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুসারী শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

গতকাল সকাল সাড়ে ১১টায় মুরাদনগর সদরে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে দুপুর দেড়টার দিকে একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাবেক এমপি ও উপমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারী শিক্ষার্থীরা। উভয় সমাবেশে একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উপদেষ্টা আসিফের অনুসারীরা সমাবেশে বলেন, গত ৩০ এপ্রিল স্থানীয় বিএনপির নেতারা আমাদের জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবির মিছিলে নিয়ে আসেন। আমরা আসতে চাইনি। এ সময় গণমাধ্যমকর্মীরা কাকে ভয়ভীতি দেখানো হয়েছে তার নাম জানতে চাইলে তাঁরা নাম প্রকাশ করতে চাননি।

 

সর্বশেষ - সংবাদ