বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

গোলামী নয়-আজাদী চাই: নাহিদ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৯, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্যাতন নিপীড়ন করে আবরার ফাহাদকে হত্যা করেছিল। আমরা শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি। শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত। বাংলাদেশের মানুষের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি।

 

মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেছেন, আবার যদি কোনো রাজনৈতিক দল আধিপত্যবাদের গোলাম হতে চায়। আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। গোলামী নয়, আজাদী চাই আমরা। ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি। আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াব। আমরা আমাদের রাজনীতি রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি।

তিনি আরও বলেন, যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে পারত না। তখন আবরার ফাহাদ আমাদের পানির ন্যায্য হিস্যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেইস ময় ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না।

তিনি বলেন, কথা বলা মাত্র নির্যাতন করা হতো, হত্যাযজ্ঞ করা হতো। সেই সময় আবরার ফাহাদ মুখ খুলেছিল। আমরা সেই শহীদ আবরার ফাহাদের পথ ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহবান জানাচ্ছি। শহীদ আবরার ও শহীদ ইয়ামিনের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব।

এ সময় উপস্থিত ছিলেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ।

এছাড়াও এনসিপির অঙ্গ সংগঠন যুব শক্তি ও শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতারা এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) কেন্দ্রীয় নেতারা।

সেখানে নাহিদ ইসলাম বলেন,  ‘দিল্লি না ঢাকা’ সেই স্লোগান উঠেছিল আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ মিছিল থেকে। আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আবরার ফাহাদ আমাদের যে পথ দেখিয়ে গেছে, এনসিপি সেই পথেই রাজনীতি করছে। সে বাংলাদেশপন্থি পথ, ভারতের আধিপত্যবাদবিরোধী পথ, আগ্রাসনবিরোধী পথ দেখিয়ে গেছে। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কমছে নদীর পানি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির

মতপার্থক্য থাকলেও সবাই এক পরিবার

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ৬.১১৫ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা জব্দ করেছে বিজিবি

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ গ্রেফতার

জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন

ডিজিটাল বাংলাদেশ গড়তে নারায়নগঞ্জকে বিশেষ ক্যাটাগরি জেলায় উন্নীতকরণের কার্যক্রম

ইংল্যান্ডকে অল্প রানে আটকে দিলো বাংলাদেশ

সিএমপির চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের সক্রিয় চারজন সদস্য গ্রেফতার ও একটি ডায়ানা পিকআপ গাড়ি উদ্ধার

ফাঁসির রায়ের পর সাক্ষীর স্বীকারোক্তি: ‘চাকরির লোভে মিথ্যা বলেছি

বিদেশ নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে, ‘লং ডিসটেন্স এয়ার অ্যাম্বুল্যান্স’ খুঁজছে বিএনপি