বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

দেশ গঠনে বাধা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: তারেক রহমান

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ৩০, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যাশিত দেশ গঠনের পথে বাধা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর আমাদের যে শপথ সেটিকে লক্ষ্যভ্রষ্ট করতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। বড় দল হিসাবে দেশ মেরামতের কারিগর বিএনপিকে হতে হবে।

মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

তারেক রহমান বলেন, আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যান্য রাজনৈতিক দলও মনে করে দেশের ও জনগণের মৌলিক সমস্যা সমাধানে এবং দেশ মেরামতের জন্য বড় দল হিসাবে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। মেরামতের কারিগর বিএনপিকে হতে হবে।

তিনি বলেন, আমরা মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। যদি মানুষের বাক-স্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারি, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে জনগণের কথা বলা যাবে, জনগণের সমস্যা সমাধান করা যাবে। দেশের সমস্যাও সমাধান করতে পারব।

তারেক রহমান বলেন, যে দায়িত্ব আমরা নিয়েছি, জনগণ আমাদের দিয়েছে বা দিতে যাচ্ছে, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি সেটির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যেন অর্জন করতে পারি সেই তৌফিক যেনো আল্লাহ আমাদেরকে দেন। এজন্য যেন নিজেদের প্রস্তুত করতে পারি সেই শপথ গ্রহণ করি।

মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর প্রমুখ।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিসের সাক্ষাৎ

ফতুল্লার উত্তর নরসিংপুরে মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি দখল

অবৈধ বালু উত্তোলন বন্ধ অভিযান অভিযান চালানো হয়

ঝিনাইগাতীর হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের রাস্তা নির্মাণে ইউএনও আশাবাদী

মহিষবাথান মানব কল্যাণ সংস্থা উদ্যোগে বিনামূল্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরন

নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন

অভাবে হাসপাতাল, সেবায় জোড়াতালি

রূপগঞ্জে হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননাকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ

নিয়মিত বিচারকাজে ফিরছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে ৫৪ বেঞ্চ গঠন