বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রিট খারিজ, ইশরাকের শপথে বাধা নেই

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ২২, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে আইনগত আর কোনো বাধা নেই। নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট বৃহস্পতিবার খারিজ করার মাধ্যমে তাকে মেয়রের শপথ পড়ানোর জটিলতা নিরসন হয়েছে। সন্ধ্যায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে রিট খারিজের ৭ পৃষ্ঠার আদেশ প্রকাশ করা হয়। এই রায়ের পর বৃহস্পতিবার ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আপাতত সড়কে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। বিকালে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে আসেন বিএনপি নেতা ও নির্বাচন কমিশনের গেজেটের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঘোষিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ইশরাক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক দল। এই দলটি সর্বদা আইনের শাসনে বিশ্বাস করে। হাইকোর্টের আদেশ শোনার পর দল সিদ্ধান্ত নিয়েছে যে, আপাতত আন্দোলন স্থগিত থাকবে। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে, তারা কী করে, তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে।

তিনি বলেন, নেতাদের সঙ্গে কথা বলে তিনি মাঠে নেমেছেন। হাইকোর্টে একটি ভুয়া রিট, বলা যায় সেই রিট দিয়ে সরকারের পক্ষ থেকে তাকে মেয়রের পদে শপথ পড়ানোর কাজ বাধাগ্রস্ত করা হয়েছিল। সব শেষে আইনের শাসনের বিজয়, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা আশা রাখব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে, অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবে। যেহেতু আদালত রায় দিয়েছেন যদি সরকার আবারও টালবাহানা করে, তাহলে আবারও ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। ইশরাক বলেন, সমর্থকদের কর্মসূচির ফলে নগরবাসীর চরম দুর্ভোগ হয়েছে। রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা তারা ট্রাফিক জ্যামে আটকে থাকেন। তার জন্য সাধারণ জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। শুরুতে আমাদের আন্দোলনের কোনো পরিকল্পনা ছিল না। বর্তমান সরকার অধিকারবঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায়, তখন বাধ্য হয়ে আমরা এ ধরনের কর্মসূচিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, বর্তমান সরকারের ভেতরে যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে, যারা একটি নতুন রাজনৈতিক দলের সমর্থক এবং সরাসরি সংগঠক হিসাবে কাজ করেছে। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আন্দোলন শেষ হবে না, আন্দোলন চলবে।

এর আগে বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, বিএনপি নেতাকর্মীরা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। স্লোগানে বলা হয়-যমুনারে যমুনা আমরা কিন্তু যাব না। এইমাত্র খবর এলো ইশরাক ভাই মেয়র হলো, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার।

উল্লেখ্য, গত ১৪ মে বুধবার নগরভবন ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে ইশরাক সমর্থকদের আন্দোলন শুরু হয়। শুক্রবার বিরতি দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আন্দোলন ধারাবাহিকভাবে চলেছে। নগরভবন থেকে বুধবার ইশরাক সমর্থকরা জাতীয় প্রেস ক্লাব, মৎস্যভবন এবং কাকরাইল সড়কে অবস্থান করেন। উচ্চ আদালত ইশরাকের মেয়রের শপথ পড়াতে বাধা সৃষ্টিকারী রিট খারিজ করে দেওয়ার পর বৃহস্পতিবার ইশরাক হোসেন আন্দোলন স্থগিত করেন। তবে আন্দোলনের শুরু থেকে ডিএসসিসির সেবা কার্যক্রম অচল হয়ে পড়েছে। বৃহস্পতিবারও নগরভবন তালাবদ্ধ ছিল। ইশরাক সমর্থকদের দখলে ছিল নগরভবনের নিয়ন্ত্রণ।

সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী : বৃহস্পতিবার সকাল থেকেই স্লোগানে উত্তাল ছিল রাজধানীর কাকরাইল এলাকা। তীব্র বৃষ্টি উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে কাকরাইল মোড়ে আন্দোলন অব্যাহত রাখেন ইশরাক সমর্থকরা। কয়েক হাজার নেতাকর্মীকে সড়কে বসে স্লোগান দিতে দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেলা সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে মোড়ে মোড়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে এ প্রতিবেদককে। সাংবাদিক পরিচয় দিলেও মূল সড়কে উঠতে দেননি পুলিশ সদস্যরা। পরে রমনা পার্কের ভেতর দিয়ে কাকরাইল মোড়ের দিকে অগ্রসর হলে দেখা গেছে, যমুনার সামনের সড়কে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। অন্তত ২০টি গাড়িতে সেনা সদস্যদের বসে থাকতে দেখা গেছে। সাঁজোয়া যানও রয়েছে আশপাশের সড়কে। যমুনার আশপাশের প্রায় সব সড়ক বন্ধ করে পুলিশ অবস্থান নেয়। তাঁবু টানিয়ে অবস্থান করছেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য।

গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ : ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পর্যবেক্ষণ, নির্দেশনাসহ এ আদেশ দেওয়া হয়। আদালত বলেছেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। এই আদেশের ফলে ইশরাক হোসেনের শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রিটের ওপর গত বুধবার শুনানি নিয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও ফল প্রকাশের গেজেট সমর্থন করে, আইনসম্মত উল্লেখ করে জ্যেষ্ঠ আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান ও খান জিয়াউর রহমান শুনানিতে ছিলেন।

আদেশের পর আইনজীবী কায়সার কামাল বলেন, রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তার মানে দাঁড়াল, ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকল না। আমরা মনে করি, যে উপদেষ্টা আছেন, যিনি হয়তো বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই বিষয়টি ঘুরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত রিট খারিজের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন।

তবে রিট আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। এতে নির্বাচনি ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে। রোববারের মধ্যে আপিল বিভাগে আবেদন করার চেষ্টা থাকবে।

আদেশের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, হাইকোর্ট ডিভিশন বলেছেন এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল (নির্বাচনি ট্রাইব্যুনাল) থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন (ট্রাইব্যুনালে মামলার বিবাদী হিসাবে), তিনি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে পারেন। ট্রাইব্যুনালের সেই রায় কেউ চ্যালেঞ্জ করেনি। আইন অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট করেছে। গেজেট অনুসারে শপথ হবে। মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালত অবজারভেশন দিয়ে রিট খারিজ করেছেন। ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নেই। আগামী ২৬ মে’র মধ্যে শপথ দিতে হবে।

 

সর্বশেষ - সংবাদ