সরকারের নির্দেশে বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের রক্ত দেখতে সরকার পছন্দ করে।’
বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘আহত নাটোর জেলা বিএনপি আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ওপর স্থানীয় এমপির বাহিনী হামলা চালিয়েছে।
এই হামলাসহ প্রতিটি ঘটনার বিচার একদিন হবে।’
এর আগে গত বুধবার নাটোরে বিএনপির সমাবেশে হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নাটোর জেলা বিএনপি আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু।