মাসুদ সরকার, (ধামইরহাট উপজেলা সংবাদদাতা): নওগাঁর ধামইরহাটে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে এক মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) আয়োজনে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধামইরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে ধামইরহাট প্রেসক্লাব ভবনের ৪ তলায় "সোনালী কমিউনিটি সেন্টারে" দি হাঙ্গার প্রজেক্টের ধামইরহাট উপজেলার উপদেষ্টা মো. আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে ও হাঙ্গার প্রজেক্টর উপজেলা কো-অর্ডিনেটর মো. আবু হেনা মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পি এফ জির নওগাঁ জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলা দলের সহসভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা, মাজেদা বেগম, পৌর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী (শাহান), উপজেলা মহিলা দলের সভাপতি ও পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোসা. সেলিনা আক্তার, মহিলা নেত্রী বেলী আক্তা, বিএনপি নেতা আব্দুর রউফ, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোসা. আন্জুয়ারা বেগম, মহিলালীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর মোসা. জান্নাতুন ফেরদাউস কবিতা, উপজেলা শাখা জাতীয় পাটির সভাপতি দেওয়ান মো. আব্দুল হান্নান, জাসদের দেবলাল টুডু প্রমুখ।