এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধার শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ‘ জেলা স্টেডিয়াম, গাইবান্ধা ‘।
জেলা প্রশাসনের স্হানীয় সরকারের উপপরিচালক এ. কে. এম হেদায়েতুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে গত ২৩শে মার্চ এক পরিপত্রে নতুন নামকরণ করা হয়েছে।
প্রসঙ্গত,২০০৯ সালে স্টেডিয়ামটির গ্যালারি ও প্যাভিলিয়ন নির্মাণ করা হয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সিন্ধান্ত অনুযায়ী ২০০৯ সালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার শাহ্ আব্দুল হামিদ-এর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়।