মোঃ দুলাল (গাইবান্ধা জেলা স্টাফ রির্পোটার): গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ১৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারী মোংলাপাড়া গ্রামের দুলা মিয়ার স্ত্রী শাহনাজ পারভিন, যিনি সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন মহিলা দল (বিএনপি)–এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় জনগণের সহযোগিতায় শাহনাজ পারভিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।