দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে নাগালের মধ্যেই রেখেছে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানের বেশি তুলতে পারেনি ইংলিশরা।
শারজাহর ধীরগতির পিচে রাজত্ব করেছেন বাংলাদেশের দুই স্পিনার নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। তারা দুজনেই নিয়ন্ত্রিত বোলিংয়ে দুটি করে উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে অল্পতে আটকে দিয়েছেন।
দুই উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার রিতু মনিও। আর একটি উইকেট গেছে রাবেয়া খানের ঝুলিতে।
অথচ ইংল্যান্ডের শুরুটা মন্দ হয়নি। উদ্বোধনী জুটিতে ৪৮ রান তুলে ফেলে দলটি। নাহিদার বলে স্টাম্পড হওয়ার ৪১ রান আসে ড্যানি ওইয়াট-হজের ব্যাটে। ২৩ রান করেন অন্য ওপেনার মাইয়া বুশিয়ের। তবে দুই ওপেনার ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার।
এই দুজনের বাইরে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল মিডল অর্ডার ব্যাটার অ্যামি জোনস (১২*)।
১১৯ রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ২ উইকেটে ২৭ রান তুলেছে বাংলাদেশ।