সিলেট টেস্টের তৃতীয় দিনের অর্ধেকটা গেছে বৃষ্টির পেটে। প্রথম সেশনের পুরোটা এবং শেষ সেশনের অর্ধেক বৃষ্টিতে ভেসে গেলেও বাকি সময় স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের পেসাররা খাটো লেংথে বোলিং করে কিছুটা ভোগালেও ১১২ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।
চতুর্থ দিনে এই লিডকে কতটা বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ, জিম্বাবুয়েকে কত রানের টার্গেট দিলে থাকবে জয়ের সম্ভাবনা–এমন সব প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হক বলেছেন, ‘৩০০ হলে খুব ভালো। সেটা না হলে ২৭০ থেকে ২৮০ এর ওপরে। আর ৩০০ হলে আমরা ভালো জায়গায় থাকবো। আত্মবিশ্বাস এই কারণে শান্ত জাকেরের পরে আমাদের টেলএন্ডারে যারা রয়েছেন তাইজুল তারপরে হাসান তারা ব্যাটিং করতে পারে। এজন্য আত্মবিশ্বাসটা বেশি।’
‘অবশ্যই এসব জায়গা আমাদের যারা দুজন ব্যাটিং করছেন, এরপরে মিরাজ রয়েছেন অনেক ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে, কালকে সকালে খেলা হয়তো খুব কঠিন হয়ে আসবে। সে সময়ে ক্যাল্কুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে, একটা সময় খেলাটা একটু ছাড়বে। সে সময়ে আমরা খেলাটা ধরতে পারবো’-যোগ করেন সাবেক এই টেস্ট অধিনায়ক।
মুমিনুল হক বলেন, ‘ক্রাঞ্চ মোমেন্ট, আমাদের যে সময়টা থাকবে সে সময়ে লম্বা সময়ের জন্য মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। আমার আর শান্তর যেমন ৫০ রানের একটি জুটি হয়েছিল ওই জায়গা থেকে আমরা বের হয়ে গেছি এরকম কিছু মুহূর্ত লাগবে। সে সময় ৫০ রান কিংবা দেড়শো-১৭০ রানের জুটি করলে তখন তিনশ রানের লক্ষ্য সম্ভব।’
উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ১৯১ রান অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ে পায় ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে সে লিড টেক্কা দিয়ে এখন সফরকারীদের বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার মিশনে ব্যাট করছে স্বাগতিকরা।