বুধবার , ৭ মে ২০২৫ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সোহান-মাহিদুলের জোড়া সেঞ্চুরিতে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত

প্রতিবেদক
স্বাধীন কাগজ
মে ৭, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে ৮৭ রানের দাপুটে জয় পেল বাংলাদেশ এ দল ।

নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় টানা জয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিক বাংলাদেশ।

আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টিডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।

 

আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

দলের হয়ে ১০১ বলে ৭টি চার আর সমান ছক্কায় ১১৫ রান করেন সোহান। ১০৮ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১০৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া ৪০ ও ৩৯ রান করে করেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়।

 

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৩.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড যুব দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার ডেল ফিলিপস। ৩৯ রান করেন ক্রিস্টান ক্লার্ক। মিচ হেস করেন ৩৮।

৮৭ রানের জয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত