বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকাই ফুটবলের দুই জায়ান্ট আবাহনী ও মোহামেডান। তবে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচের ৪২ মিনিটে মোহামেডানের মাহবুব আলম লাল কার্ড দেখলে তারা ১০ জনের দলে পরিণত হয় তারা। তবে সে সুযোগ লুফে নিতে পারেনি আবাহনী।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার এই ড্রয়ে লিগ শিরোপার পথে আরেক ধাপ এগোলো মোহামেডান। আগে থেকেই শীর্ষে থাকা সাদা কালোদের ১২ ম্যাচে পয়েন্ট ৩১। মারুফুল হকের আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
প্রথমার্ধের অষ্টম মিনিটে রাফায়েল অগাস্তোর ক্রসে সুমন রেজার হেড অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩৯ মিনিটে সতীর্থের ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে গেলেও ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি আরিফ হাসান, বলে স্পর্শ জোরে হওয়ায় বলের নিয়ন্ত্রণ হারান মোহামেডানের এই ফরোয়ার্ড।
একটু পরই বড় আঘাত মোহামেডানে। সুমন রেজাকে মুখে আঘাতের কারণে ফাউল করে সারাসরি লালকার্ড দেখেন মাহবুব আলম। এই কাণ্ডে ফুঁসে ওঠে গ্যালারি। মাঠে ফ্লেয়ারসহ নানান কিছু ছুড়তে থাকে তারা, ধোঁয়ার কুণ্ডলিতে খেলা বন্ধ হয়ে যায়। মিনিট পাঁচেক পর ফের শুরু হয় খেলা।
এর কিছু সময় পর গ্যালারি থেকে মাঠে ফের বোতল ছোড়া শুরু হয়, মোহামেডানের খেলোয়াড়েরা সমর্থকদের শান্ত করতে গ্যালারির কাছে গিয়ে বারবার অনুরোধ করতে থাকেন। পুলিশ, নিরাপত্তাকর্মী, কর্মকর্তাদের অনুরোধে পরিস্থিতি শান্ত হলে মিনিট দশেক পর আবার খেলা শুরু হয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় আবাহনী। তবে ১০ জনের মোহামেডান সে আক্রমণের ঢেউ ভালোই সামাল দিয়েছে। তাতে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে দুই দল।