চট্টগ্রামেও বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ছবি ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ও সেখানে বঙ্গবন্ধুর ছবি ও ম্যুরাল ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামেও মশাল মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়েন শিক্ষার্থীরা। রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত মিছিল নিয়ে তারা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন। তারা এ সময় মুজিববাদের স্মৃতি চিহ্ন বাংলাদেশ থেকে মুছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জামাল খান এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও ছবি ভাঙচুর করা হয়।