মুহাম্মদ ইসমাইল হোসেন, ( জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার অন্তর্গত প্রাচীনতম কওমি মাদ্রাসা জামিয়া হুসেন মিয়া আরাবিয়ার মুহতামিম প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি শামসুদ্দিন দা.বা,রাহিমাহুল্লাহর ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে উপজেলার সর্বস্তরের আলেম সমাজের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এবং দুষ্কৃতিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাজারের চোরাস্তা মোরে অবস্থান ধর্মঘট করে বিভিন্ন সুধীজন বক্তব্য প্রদান করেন।
মেলান্দহ জামিয়া হোসানিয়া আরাবিয়া মাদ্রাসা’র মোহ তামিম মুফতি শামসুদ্দিন সাহেবের উপর নেক্কার জনক বর্বরতা হামলার “প্রতিবাদে” উপজেলার ইসলাম “প্রিয়,তৌহিদি জনতা অংশ গ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রয়ারী-২০২৫ ইং মেলান্দহ বাজারস্থ চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জামালপুর জেলা ও মেলান্দহ উপজেলার “হেফাজত ইসলাম বাংলাদেশ” সম্পৃক্ত ও “অন্যান্য ইসলাম প্রিয় সংগঠনের” সম্মানিত আলেম-ওলামা গণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায়’ বক্তাগণ অনতিবিলম্বে হামলাকারী দেলোয়ার হোসেন ও আব্দুর রশিদ সহ “আয়োজকদের দ্রুত গ্রেফতার করে “দৃষ্টান্ত” মূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য যে,১১ ফেব্রয়ারী দিবাগত গভীর রাতে মেলান্দহ বাজারস্থ্য গরুর হাটে নাটক নামে অশ্লীল গান-বাজনা উচ্চ স্বরে না করার জন্য, বাধা দিলে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে