এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন শাখার উদ্যেগে স্থানীয় হাইস্কুল মাঠে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাওঃ মোঃ শাহ আলম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মি ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ঝিনাইগাতী- শ্রীবরদী (শেরপুর-৩ আসনের) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান বাদল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২ আসনের) জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ গোলাম কিবরিয়া।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতের শুরা সদস্য মাওঃ আব্দুল হাকিম, ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন, বায়তুল মাল সম্পাদক মোঃ মাহমুদুন্নবী সিদ্দিকী, মাওঃ মোঃ ওমর ফারুক প্রমুখ্য। উক্ত কর্মী ও সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা উপজেলার নেতৃবৃন্দগণ অংশ গ্রহণ করেন।