সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

দুই কোটি টাকার ব্রিজে পুরাতন রড ব্যবহারের অভিযোগ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এ কে এম আজহারুল ইসলাম সবুজ  (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাদিয়াখালি হাফানিয়া-বটতলা সড়কের ব্রিজ নির্মাণে পুরাতন রড ব্যবহারের অভিযোগ উঠছে ঠিকাদারের বিরুদ্ধে।

বিষয়টি স্থানীয়রা জানার পর ব্রিজ নির্মাণ কাজে বাধা দিলে চাঁদাবাজির মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার হাফানিয়া-বটতলা সড়কের ২০ মিটার ব্রিজ পুনর্নির্মাণের জন্য ২ কোটি ১২ লাখ ৮২ হাজার ৮০২ টাকা ব্যয় ধরা হয়।

কাজটি পায় নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা হাউজ বিল্ডার্স অ্যান্ড দোয়েল এন্টারপ্রাইজ। জানা গেছে, গাইবান্ধা জেলার সঙ্গে বগুড়া জেলার যোগাযোগ ব্যবস্থা আরও বেগবান করতে গাইবান্ধার বাদিয়াখালী থেকে সাঘাটা উপজেলার প্রাণকেন্দ্র বোনারপাড়া হয়ে বটতলা বাজার থেকে বরকোনা বাজার ও জুমারবাড়ী হয়ে সোনাতলা উপজেলার মাধ্যমে বগুড়ার সংযোগ সড়কটি সম্প্রসারণ প্রায় শেষ। স্থানীয় বাসিন্দা ও কাজে নিয়োজিত শ্রমিক সূত্রে জানা যায়, ব্রিজ নির্মাণে পুরোনো লোহার বিম, পোস্ট ও অন্যান্য লোহার মালামাল জোড়াতালি দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বিষয়টি নজরে এলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩-৪ জন শ্রমিক কাজ করছেন। তারা পুরোনো লোহার পিলার মাটির নিচে পুঁতে দিচ্ছেন। কোনো ধরনের যন্ত্রপাতির সাহায্য ছাড়াই ঝুঁকি নিয়ে সনাতন পদ্ধতিতে পিলার পুঁতছেন শ্রমিকরা। এতে পুরোনো লোহা দিয়ে নির্মাণ কাজ ও শিডিউল অনুযায়ী কাজ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় যুবক নুর আলম বলেন, ব্রিজ নির্মাণে পুরাতন রড ব্যবহার করা হচ্ছে। আমরা এটি মেনে নিতে পারবো না।

আমরা চাই সরকারি নিয়ম অনুযায়ী ব্রিজটি নির্মাণ করা হোক। বটতলা বাজারের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, ঠিকাদার যেন আমাদের চোখ ফাঁকি দিয়ে ব্রিজ নির্মাণ করতে না পারে তাই আমরা মাঝে মাঝে খোঁজ খবর নিই।

আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি এই ব্রিজ নির্মাণে নিম্ন মানের রড ব্যবহার করা হচ্ছে। এই রডগুলো জুমাবাড়ীর একটি ব্রিজ থেকে কম দামে নেওয়া হয়েছে। মথরপাড়া গ্রামের বাসিন্দা জামান মিয়া বলেন, ভাঙাড়ির দোকান থেকে পুরাতন রড কিনে এই ব্রিজের গার্ডার তৈরি করেছে। আমরা বাধা দিলেও ঠিকাদার কথা শুনছে না। ইঞ্জিনিয়ারকে বললে শুধু বলে বিষয়টি দেখছি। আমরা এর প্রতিকার চাই।

ঠিকাদার মো. শফিকুল ইসলাম বলেন, ব্রিজ নির্মাণে পুরাতন রড ব্যবহারের কোনো সুযোগ নেই। রডগুলো দীর্ঘদিন একটি সিমেন্টের গোডাউনে রাখা ছিল। তাই রং পরিবর্তন হয়ে মরিচা ধরছে। সাঘাটা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী নয়ন রায় বলেন, ব্রিজে পুরাতন রড ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নেবো।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অবাধ্য চালকের ঘুসিতে নাক ভাঙলো ট্রাফিক পুলিশের

কেন আধাঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল

পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ

রূপগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘরে সন্ত্রাসী হামলা ভাঙচুর লুটপাট ব্যাপক ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাট

শীতার্তদের কম্বল বিতরন

রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ পিঠা উৎসব অনুষ্ঠিত

এক মিনিটের ভয়েস নোট দিতে পারবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে

ধামইরহাটে মানবসেবা’র উদ্যোগে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত