মাসুদ সরকার, (ধামইরহার সংবাদদাতা): ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাজীবনের বিভিন্ন সফল উদাহরণ তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম। এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব ও সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সহকারী শিক্ষক ইয়াসিন আলী, আনিসুর রহমান, সাবেক শিক্ষক আমিনুল ইসলাম বক্তব্য প্রদান করেন।
এর পূর্বে ৬ষ্ঠ শ্রেণীর ১৭০ জন নতুন শিক্ষার্থীদের বরণ করা হয় এবং সকল ক্লাসের শিক্ষার্থী শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করে। প্রধান শিক্ষককে আব্দুর রহমান জানান, ২০২৫ সালে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ২২০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।