মোঃ হাসান (রায়পুর উপজেলা সংবাদদাতা): আজ বিকেল ৫: ০০ ঘটিকার সময় রায়পুরে বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ফিলিস্তিনির বর্বরতার হামলার প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির মিছিলের আয়োজন করেছেন।
উক্ত মিছিলে ধর্মপ্রাণ তাওহীদি জনতা সকলে একত্রিত হয়ে শহরের বিভিন্ন অলিগলিতে মিছিল শেষ করে রায়পুর বাস টার্মিনালের দক্ষিণ পাশে অবস্থান করেছেন। এ সময় জামাতের আমির জনাব ফজলুল করিম এবং সেক্রেটারি শিবিরের সভাপতি সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
তারা বলেন ফিলিস্তিনি র মা-বোনদেরকে হত্যার প্রতিবাদে আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের সকল পণ্যগুলো বয়কট করতে হবে।
উপস্থিত জনতা আরও বলেন আমাদের মা-বোনদেরকে যেই ভাবে নির্যাতন করা হলো আমরা বিশ্বের কাছে এর বিচার চাই এবং নিরীহ শিশুদের উপর যেভাবে হত্যা করা হয়েছে এর বিচার আমরা চাই।
আজ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসলমান ভাই-গন।