সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

২০ বছর পর আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি উদ্ধার

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ২৭, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এ কে এম আজহারুল ইসলাম সবুজ  (গাইবান্ধা জেলা সংবাদদাতা):  ২০ বছর পর আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি উদ্ধার জমিগুলো দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে দীর্ঘ ২০ বছর ধরে আওয়ামী লীগ নেতার দখলে ছিল ১১ বিঘা জমি। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান অবৈধভাবে ভোগদখল করে আসছিলেন। ওই জমি দখলমুক্ত করা হয়েছে। বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে জমি উদ্ধার করা হয়।

বেলকা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সহযোগিতায় জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আব্দুর রহমান দীর্ঘদিন ধরে জমিগুলো অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তিনি এলাকায় আওয়ামী লীগের প্রভাব কাজে লাগিয়ে ত্রাস সৃষ্টি করেছিলেন।

জমির প্রকৃত মালিকরা বহু বছর ধরে তাদের অধিকার ফিরে পেতে লড়াই চালিয়ে আসছিলেন। বেলকা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে কয়েক দফা আবেদনের পর জমির সঠিক মালিকানা নিশ্চিত করা হয়। জমিগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। জমি ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন মৃত আফাজ উদ্দিন বেপারীর ছেলে রেজাউল আলম, মকিজল মেকারের ছেলে মমিনুল ইসলাম, মৃত আব্দুল মজিদের ছেলে নুরুল ইসলাম, আব্দুল জলিলের ছেলে হায়দার আলী, ওমর উদ্দিনের মেয়ে ওমেদা বেগম, আব্দুল মুন্সি শমছেল মিয়া, তরিকুল্লাহ সোনারের ছেলে নছর শেখ, জহুর উদ্দিন শেখের ছেলে আজিজুল হক, শেয়ালু শেখের ছেলে ইছাহক আলীসহ আরও কয়েকজন। দীর্ঘদিন অপেক্ষার পর জমি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন রেজাউল আলম। তিনি বলেন, ‘২০ বছর ধরে আমরা এই জমি ফেরত পেতে চেষ্টা করছিলাম। আজ জমি ফিরে পেয়ে মনে হচ্ছে আমাদের অধিকার পুনরুদ্ধার হয়েছে।

আমরা গ্রাম আদালত ও ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ।’ জমি ফিরে পাওয়া হায়দার আলী বলেন, ‘আমাদের জমি এতদিন অন্যের দখলে ছিল। আজ এটা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ায় আমরা খুবই আনন্দিত। ইউনিয়ন পরিষদের এ ধরনের উদ্যোগ সবসময় অবিচারের বিরুদ্ধে কার্যকর হবে বলে আশা করি।’ স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ‘বহু বছর ধরে জমি উদ্ধারের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

গ্রাম আদালত ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জমিগুলো উদ্ধার সম্ভব হয়েছে। এটি ন্যায়বিচারের একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।’ এ বিষয়ে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ জাগো নিউজকে বলেন, ‘গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আজকের ফয়সালা সেটির প্রমাণ। ভবিষ্যতেও আমরা এলাকার মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবো।’

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার : প্রধান উপদেষ্টা

সাতক্ষীরায় ৩ টি বিদেশী পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ১ যুবক।

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে অবস্থান তুলে ধরবে বিএনপি

শ্যামনগরে প্রধান শিক্ষক পরিমল কর্মকারের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে

স্বাধীনতা ও জাতীয় দিবসের বাণী দিয়েছেন- নাহিদ গুলনার ইভা

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

হাছান মাহমুদের বক্তব্য শুনলে ঘোড়াও হাসবে: মির্জা ফখরুল

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান

ইসির সিদ্ধান্ত স্থগিত, রাঙ্গাবালীর ৩ জনের প্রার্থিতা বহাল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসীকে নাহিদ গুলনার ইভা’র শুভেচ্ছা