শনিবার , ১৪ জুন ২০২৫ | ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

শেরপুর জেলা বি এন পি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণ মিছিল ও লিফলেট বিতরণ করেন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ১৪, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা):  ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ১৩ জুন বিকালে, শেরপুর জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে , গণ মিছিল বের করা হয়, মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদর্শন করে বিএনপির পার্টি অফিসের সামনে তা অবস্থান করেন , উল্লেখ যে, গত ৫ জুন শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করার পর গতকাল ১৩ জুন (শুক্রবার) কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এই গণ মিছিল আয়োজন করা হয়।

এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা ও জেলা বিএনপির পদ বঞ্চিত নেতারাও দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিলে  একত্রিত হয়ে বিকাল ৫ টার দিকে নিউ মার্কেটে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জমায়েত হয়। ওই সময় প্রায় লক্ষাদিক নেতাকর্মী সাধারণ জনগণ ও নেতাকর্মীরা এই গণমিছিলে অংশ নেয়।

এ সময় জেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. মোঃ জহিরুল হাসান মুকুল, উপস্থিত থেকে মিছিলে নেত্রীত্ব দেন, মো: জয়নাল আবেদীন, যুগ্মসাধারণ সম্পাদক, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির, এবং তার সাথে ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রাসেল, জেলা ছাত্রদের সাবেক সহ-সভাপতি এবং শেরপুর জেলা তারেক পরিষদের সদস্য সচিব মোঃসাজ্জাদ খসরু পাপন, জেলা যুবদলের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার, মাহাবুব আলম মাহা,লাভলু,আরিফ সহ আরো অনেক সিনিয়র,জুনিয়র নেত্রীবৃন্দ প্রমুখ।

ওই সময় পদ বঞ্চিত নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবিরোধি আওয়ামী সরকারের আমলে মামলা-হামলা থেকে শুরু করে নানা নির্যাতনের কথা তুলে ধরেন, এবং শেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটিতে অনেক ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন করা হয়নি বলে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীরা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।

সর্বশেষ - সংবাদ