এম,শাহজাহান (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): শেরপুরের ঝিনাইগাতীতে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন গৌরীপুর সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গণকবর ও মাদ্রাসা নির্মাণের জন্য নিজস্ব জায়গা নির্ধারণ করা হয়েছে।
জানাগেছে, উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাও নয়াপাড়া গ্রামে দুই একর জায়গা জুড়ে প্রস্তাবিত গণকবর ও মাদ্রাসা স্থাপন করার উদ্যোগ নিয়েছে গৌরীপুর সমাজ সেবা ফাউন্ডেশন। প্রাথমিকভাবে ৬০শতাংশ জমি কিনে দলিল সম্পাদন করে ফাউন্ডেশনের নামে একটি সাইনবোর্ড ঝুলিয়েছেন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এসময় ফাউন্ডেশনের সভাপতি, সম্পাদক, ও সদস্যরা বলেন, ফাউন্ডেশনের অর্থায়নে ভূমিহীন, গৃহহীন, বেওয়ারিশ, লাশ দাফন, ও শিক্ষাবঞ্চিত অসহায় এতিম হতদরিদ্র গরীব মানুষের সন্তানদের দ্বীনি শিক্ষার জন্য একটি মাদ্রাসা স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে গৌরীপুর সমাজ সেবা ফাউন্ডেশন।
উক্ত সংগঠনটি দুইজন বিক্রেতার কাছ থেকে ৬০শতাংশ জমি কিনেছেন আরও ১৪০শতাংশ জমি কেনার জন্য পার্শবর্তী জমির মালিকদের কাছে ন্যায্যমূল্য অথবা ফাউন্ডেশনকে দান করার আহ্বান জানান, সংগঠনের সদস্যরা।
এসময় সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক আরিফ মোশারফ, জমি বিক্রেতা ফকির আলী, কাইয়ুম খান, ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।