বাংলাদেশ জনদল (বিজেডি) এক শোকবার্তায়, মর্মান্তিক এই দূ্র্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সব পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।
দলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী ও মহাসচিব সেলিম আহমেদ বলেন, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পুরো জাতিকে ব্যথিত করেছে। জনদল বিজেডি’র নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেছেন আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
নেতৃবৃন্দের আহবান সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দূর্ঘটনার দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে যাহাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। শোক বার্তায় নেতৃবৃন্দরা আরও বলেন, আমাদের প্রার্থনা নিহত-আহতদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা হতাহতের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতে দেশের তদন্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।