তানজিলা শাহ্ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): বোরো ধান কাটার পর এবং আমন ধান লাগানোর আগে অল্প সময়ের মধ্যে আউশ ধান চাষ করে কৃষকরা লাভবান হবে।
এছাড়াও আউশ ধান কাটার পর জমিতে আমনের ফসল করা যাবে যা কৃষকদের বাড়তি আয় এনে দেয়। সরকার কৃষকদের আউশ ধান চাষ করার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে থাকে যা লাভবান হতে সহায়তা করে ,খরচ কম লাগে, দ্রুত পেকে যায়,কোন সেচ লাগে না ইত্যাদি সুবিধা রয়েছে। আটপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের চার শত ৫০ জন উপভোগীদের মধ্যে প্রণোদনা দেওয়া হয় এতে প্রায় চার শত একর জমিতে চাষাবাদ করা হয়েছে।
এতে কৃষকরা প্রতি কাঠায় পাঁচ থেকে ছয় মণ ধান পাবে বলে আশা করছেন। এছাড়া কয়েকদিনের মধ্যেই ধান কর্তন করবেন কৃষকরা। কৃষকরা বলেন,গত বছর ধরেই এই আউশ ধান চাষ করা হচ্ছে।তিন ফসল উৎপাদন করে বাড়তি আয় করা যায়। গত বছরের চেয়ে এ বছর আউশ ধানের রোপন করা হয়েছে আশা করছেন প্রতি বছরেই আরো বেশি উৎপাদন বাড়ার।
যে সময়ে আউশ ধান লাগানো হয় সে সময় অনেক জমি পতিত থাকে তো সেই সময় একটা বাড়তি চাষে যদি আয় করা যায় সেটা কৃষকের জন্য অনেক পাওয়া।তার জন্য কৃষক সরকার ও আটপাড়া কৃষি অফিসকে ধন্যবাদ জানান। আটপাড়া উপজেলা কৃষি অফিসার ফয়জুন নাহার নিপা এ বিষয়ে বলেন, আউশের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
গত বছর চার শত হেক্টর চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল এ বছর চার শত হেক্টর জমিতে চাষ করা হয়েছে এবং ফলন ও ভালো হয়েছে ।তিনি আশাবাদীর যে সামনের বছর আরো আউশ ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে।