মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

২ শিশু ধর্ষকের ১০ বছরের কারাদন্ড

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১৫, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা ):  জামালপুরে দুই শিশু ধর্ষককে ১০ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ প্রদান করেছেন।

দন্ডপ্রাপ্তরা হলো জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ১৬ বছরের ছেলে আরিফ হোসেন বর্তমান বয়স ২১ বছর এবং ১৩ বছরের হাসু মিয়ার ছেলে ফয়জুল করিম হীরা বর্তমান বয়স ১৮ বছর।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি রাতে ফয়জুল করিমের সহায়তায় অষ্ট্ম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে আরিফ হোসেন ধর্ষণ করে। এই ঘটনায় শিশুর বাবা মোবারক সদর থানায় মামলা দায়ের করেন।

১৯ মে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে আজ রায় ঘোষনা করা হয়। বাদিপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট স্বাধীন।

সর্বশেষ - সংবাদ