রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

চাষাঢ়ায় সড়কের মাঝে যাত্রী নামতে বাধ্য হয় বাসচালকেরা, বাসবে দখলে ভাসমান হকার ও ব্যাটারিচারিত অটোরিকশার

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ৩, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মো:মুক্তাদির রহমান শুভ (নারায়ণগঞ্জ সদর সংবাদদাতা): নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় নিয়মিতভাবে সড়কের মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামানোর ঘটনা ঘটছে। অথচ চিহ্নিত বাসবে থাকার পরও বাসগুলো নির্ধারিত স্থানে না দাঁড়িয়ে যত্রতত্র থেমে শহরের যানজট পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। প্রতিদিন অফিসপাড়া, স্কুলগামী শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা এ পরিস্থিতির শিকার হচ্ছেন।

সড়কের মাঝামাঝি যাত্রী নামানোর কারণে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে রাস্তায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। সাধারণ যাত্রীরা বলছেন, “সড়কের মাঝখানে বাস থামানো এক ধরনের অনিয়ম।

এটা যেমন যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ, তেমনি শহরের যানচলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বাস চালকরা বলছেন, “বাসবে ঠিকমতো গাড়ি নিতে পারি না। হকার আর রিকশা ঠেলে ঠেলে জায়গাই পাই না। বাধ্য হয়ে রাস্তার মাঝে যাত্রী উঠাই-নামাই।” সরজমিনে গিয়ে সোমবার সন্ধ্যা থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সহ চাষাঢ়ায় দ্বায়িত্বরত পুলিশ প্রশাসনকে দেখা যায় শহরের যানজট নিরসনে নির্লস কাজ করে যাচ্ছে।

এছাড়া বাসবের দখল করে রেখেছে ভাসমান বিভিন্ন দোকান গুলো। বাসবে খালি করে বাস থামিয়ে যাত্রী নামানোর উপযোগী করার জন্য বার বার ভাসমান দোকান গুলো সরিয়ে দিলেও কোনো এক অদৃশ্য শক্তির জোরে পূনরায় সড়কের বাসবে দখল করে ব্যবসা পরিচালনা করতে ব্যস্ত হয়ে পরে তারা।

কোনো ভাবেই যেন সড়ক থেকে উচ্ছেদ করতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। এছাড়া কিছুক্ষণ পরপর ব্যাটারিচালিত অটোরিকশা গুলো থামিয়ে বাসবে সম্পূর্ণভাবে বন্ধ করে রাখছে। এতে সড়কে যানজটের চাপ আরো বৃদ্ধি পাচ্ছে। যার ফলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।

এসময় প্রশাসনের পক্ষ থেকে টি আই এডমিন আব্দুল করিম শেখ বলে, শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় যে বাসবে নির্মাণ করা হয়েছে তা কার্যত কোনো সুফল বয়ে আনছে না। ফলে বাসবে খুব শিগগিরই বাসবে তুলে ফেলা হতে পারে। এছাড়া শহরের বি বি রোড সড়কে ড্রেনের কাজ চলমান এবং হকারেরা সড়ক দখল করে রেখেছে যে কারনে যানজট ভয়াবহ রূপধারণ করেছে।

সর্বশেষ - সংবাদ