মোঃ রফিকুল ইসলাম, (খুলনা জেলা সংবাদদাতা): খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া বৈরাগীরচক গ্রামে আবারও সংঘটিত হয়েছে একটি ভয়াবহ চুরির ঘটনা। জানা গেছে, স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন লাভলুর পরিবারের সবাই খুলনায় অবস্থান করছিলেন তার বোনের শ্বশুরের অপারেশনের কারণে।
ফলে বাড়িটি ছিল একেবারে ফাঁকা। এই সুযোগে, রাতে কিছু দুষ্কৃতকারী লোহার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। চোরেরা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে লুটপাট করে নিয়ে যায় নগদ ৭,৭০,০০০ টাকা, আনুমানিক ৪,৫০,০০০ টাকার সোনা ও গহনা, এবং আরও অনেক প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী।
ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থার তেমন কোনো অগ্রগতি নেই।