এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুকে রবিবার নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনেকেই মনে করছেন, শুধু মনু মিয়াকে গ্রেফতার করলেই যথেষ্ট নয়, তার সহযোগী ও অনুসারীরাও যদি অপরাধে যুক্ত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
একজন স্থানীয় নাগরিক বলেন, “কোনো অপরাধীরই রেহাই থাকা উচিত নয়—নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।”