মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

নৌ পরিবহন মন্ত্রনালয় স্বপ্ন পূরন করলেন সন্দীপ বাসীর

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম চাকলাদার ( চট্টগ্রাম জেলা সংবাদদাতা): সন্দীপ বাসীর শত বছরের দূর্বোগ নিরসনের জন্য সন্দীপের বিভিন্ন সংগঠন দাবী করে আসছে সেই দাবীর ধারাবাহিকতায় ২২ আগষ্ট ২৪ইং কুমিরা গুপ্তছড়া ঘাটকে উন্মুক্ত ঘোষণা করা হয়। এবং ১৬ জানুয়ারী ২৫ ইং চট্টগ্রাম জেলা পরিষদের সকল প্রকার ইজারা বাতিল করা হয়।

তারই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় গুপ্তছড়া ঘাটে সন্দীপ বাসীর সেবা সহজীকরনের লক্ষ্যে কুমিরা গুপ্তছড়া ঘাট সমুহের শুল্কায়ন নিয়ন্ত্রণ ও ব্যাবস্হাপনা এককভাবে সরাসরি বিআইডব্লিউ এর অধীনে রেখে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এই সময় সভার সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর পরিচালক ( বন্দর পরিবহন একে এম আরিফ আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহম্মেদ মোস্তফা। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

চট্টগ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী দিদারুল আলম। সেনা কর্মকর্তা কর্নেল এমরান,মেজর মাসুদ,চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল আহম্মেদ সানতু।সন্দীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার বেলায়েত।চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার।সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর।

ও বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাইফুর রহমান খান সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।এইদিকে সকালে সন্দীপ বাসীর বহুদিনের কাঙ্ক্ষিত দাবি পূরনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পরিষদ ও বিআইডব্লিউটিএর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ (মঙ্গলবার) ১১ ফেব্রুয়ারী চিটাগাং বোট ক্লাবে উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত চুক্তির আওতায় গুপ্তছড়া- কুমিরা ঘাট সমুহের শুল্ক নিয়ন্ত্রণ ও ঘাট ব্যাবস্হাপনা সরাসরি বিআইডব্লিউটিএর অধিনে আনা হয়েছে।এইসময় বক্তাগন বলেন বিগত ১৮ বছর ধরে চলে আসা সকল প্রশাসনিক জটিলতা, অনিয়ম ও সাধারণ জনগনকে কষ্ট দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।এর মাধ্যমে সন্দীপের সঙ্গে মূল ভূখন্ডের সংযোগ আরো নির্বিঘ্ন এবং সন্দীপ বাসীর ভোগান্তি কমবে বলে ধারনা করা হচ্ছে। উন্মুক্ত ঘাট ব্যাবস্হাপনায় অনিয়ম দূর হবে, স্বচ্ছতা আসবে।

এটি কার্যকর হলে সন্দীপ যাতায়াত ঝুঁকিমুক্ত ও সহজতর হবে বলে জানান।

সর্বশেষ - সংবাদ