জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): বিসমিল্লাহ ইউকে চ্যারিটি এর উদ্যোগ বিনামূল্য চক্ষু শিবির ২০২৪, এর গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রদান ।
প্রধান অতিথি, জনাব মাহিদুর রহমান মাহিদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক যুক্তরাজ্য বিএনপি সভাপতি বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে বলেন আমরা গরীব অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। মানুষের সেবা করে যাব অসহায় গরিব মানুষ যেন বিনা চিকিৎসা কষ্ট না করে আমরা তার জন্য কাজ করে যাব্
সভাপতি তো করেন অ্যাডভোকেট মজিবর রহমান মজিব, সহ-সভাপতি বিএনএস বি চক্ষ হাসপাতাল মৌলভীবাজার বিশেষ অতিথি জনাব এ কে এম আবু তাহের চৌধুরী ।
বিশিষ্ট সাংবাদিক যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব ও বিসমিল্লাহ ইউ কে চ্যারিটি, জনাব আ,ম,অহিদ আহমেদ কাউন্সিলর ও সাবেক ডেপুটি মেয়র টাওয়ার হ্যামলেট লন্ডন জনাব আব্দুল বারী উপদেষ্ট বিসমিল্লাহ ইউকে চ্যারিটি জনাব সায়েম রহমান সাধারণ সম্পাদক বিসমিল্লাহ ইউকে চ্যারিটি ডা: ছাদিক আহমদ সহ-সভাপতি বি এন এসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার জনাব ফয়সাল আহমেদ আখন্দ ।
প্রতিষ্ঠাতা সভাপতি বিসমিল্লাহ ইউকে চ্যারিটি জনাব এম এ সেলিম ট্রাস্ট উপদেষ্টা বিসমিল্লাহ ইউ কে চ্যারিটি জনাব মামুন সিরাজু ন্নবী বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য স্থান সৈয়দা তোহিরুন্নেছা হাফেজিয়া মাদ্রাসা মাঠ তৈব নগর বাউবঘরিয়া।