রবিবার , ১২ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

বিধি বাম গরু কান্ডে ফেসে গেল যুবদল নেতা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ১২, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা):   জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মহিলা দলের সমাবেশকে উপলক্ষ্য করে ভোজনের আয়োজনের জন্য গরু চু’রি অভিযোগে বিএনপির এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের পর যুবদল নেতা মাহমুদুল হাসান মুক্তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে বিকেলে বিএনপির উপজেলা আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খানের স্বাক্ষরিত এক অব্যাহতি পত্র দেওয়া হয়। গ্রেপ্তাররা হলেন- মাদারগঞ্জের কয়ড়া বাজার এলাকার মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তা চৌধুরীর অনুসারী এবং আদারভিটা ইউনিয়ন যুবদলের কর্মী সুমন মণ্ডল (৪০)। অন্যজন একই এলাকার হাসান প্রামাণিকের ছেলে মাংস ব্যবসায়ী (ক’সাই) ফজলুল প্রামাণিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার চৌধুরীর বাড়িতে এক ভোজের আয়োজন করা হয়। সেই ভোজের জন্য ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তা চৌধুরী নির্দেশে যুবদল কর্মী সুমন মণ্ডলসহ বেশ কয়েকজন বিএনপির কর্মী জোড়খালী ইউনিয়নের দক্ষিণ খামার মাগুরা এলাকার মৃত ছৈয়দ আলী মণ্ডলের ছেলে এফাজ মণ্ডলের বাড়ি থেকে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে একটি গরু চুরি করেন।

পরে মাংস ব্যবসায়ী ফজলুল প্রামাণিককে দিয়ে গরু জবাই করে রান্নার জন্য তৈরি করা হয়। আরও জানা গেছে, শনিবার সকালে এফাজ মণ্ডল তার গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। গরু চুরির ঘটনায় এফাজ মণ্ডলের বাড়িতে লোকজন জমায়েত হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজনসহ গরুর মালিকসহ কয়ড়া বাজারে যাওয়ার পথে মাংস ব্যবসায়ী ফজলুর কাছে গরু মাথা ও চামড়া দেখে চুরি যাওয়া গরুটি শনাক্ত করেন। পরে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিএনপি নেতার বাড়িতে হামলা করতে গেলে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনা’স্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী ফজলুকে আটক করে। এ সময় গরু চামড়া, মাথা ও কিছু মাংস জব্দ করে পুলিশ। মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান বলেন, দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহমুদুল হাসান মুক্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা সাতদিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, গরু চুরি ঘটনায় একটি মাম*লা দায়ের করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খুলনা ঝটিকা মিছিলের জেরে, আ’লীগের ২৫ জন গ্রেফতার , আওয়ামী ফ্যাসিস্টদের দোসর খুলনাকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি’র প্রতিবাদ মিছিল

জাহাংগীর আলমকে ১০ দিন রিমান্ডে পেতে চায় পুলিশ

সারা দেশে চার হাজারের বেশি গ্রেপ্তার

তারেক রহমানসহ বিএনপির রাজবন্দিদের মুক্তির দাবি

ফের বাংলাদেশে আসছে আইএমএফের উচ্চ প্রতিনিধিদল

গ্রেনেড বাবুকে গ্রেফতারে যৌথবাহিনীর ৪ ঘন্টা অভিযান

‘বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে’

পিকআপ-লেগুনা মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত

জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট উদ্বোধন

জলঢাকায় জাতীয় ঈঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত