বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণে দেশবাসীকে আহ্বান

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলো গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ, রাজনৈতিক দল ও নাগরিকসমাজের কাছে দিয়ে দেব, যাতে তারা একমত হতে পারে; কী করলে তাদের ভালো হবে। আমি আশা করি, সবাই মিলে প্রস্তাবগুলো এক মনে গ্রহণ ও বাস্তবায়ন করবে।’

গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা।

সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সম্পদ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্য অবদান। সব জাতিকে সংস্কার সমস্যা মোকাবেলা করতে হয়। যারা সংস্কার নিয়ে চিন্তা করবে, তখন তারা দেখবে কী বাদ গেল। তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবে বা প্রস্তাব আনবে তখন এগুলো খতিয়ে দেখবে কী প্রস্তাব আছে, কী সুপারিশ রয়েছে।

 

সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতির সম্পদ ও পৃথিবীর সম্পদ হিসেবে আমি রিপোর্টগুলো গ্রহণ করলাম। এ কাজ ইতিহাসে স্থান করে নেবে।’

ড. ইউনূস বলেন, ‘আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে নাগরিক হিসেবে আমাদের যেসব দাবি আছে, অধিকার আছে, সেগুলো ভুলে যাওয়ার অভিজ্ঞতা। তবে আশার কথা হচ্ছে যে আমরা প্রতিদিন নাগরিক অধিকার হতে যেভাবে বঞ্চিত হই, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সেই বঞ্চনা থেকে আমরা মুক্তি পাব।

সত্যিকারভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা।

 

বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কারের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘এই দুটি ক্ষেত্রে সংস্কার হলে বাংলাদেশের সব নাগরিককে তা স্পর্শ করবে। অন্যান্য কমিশনের বড় বড় লক্ষ্য থাকতে পারে, কিন্তু সেগুলো সরাসরি তাদের স্পর্শ করে না। ধনী, গরিব বা মধ্যবিত্ত যে-ই হন না কেন, এই দুটির সঙ্গে আপনাকে সম্পৃক্ত হতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান সংস্কার কমিশনের প্রতিবেদনকে বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় পুস্তক হিসেবে আখ্যা দিয়ে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন এবং আপনাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা সব কিছুর সংক্ষিপ্তসার আকারে এই প্রতিবেদন তৈরি করেছেন। বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় পুস্তক এটি। এই প্রস্তাবের কতটুকু বাস্তবায়ন করেছি, ভবিষ্যৎ প্রজন্ম তা নিয়ে আমাদের বিচার করবে। জাতির জন্য এটি স্মরণীয় বিষয়, এটি রেফরেন্স পয়েন্ট হিসেবে থেকে যাবে।’

বিদেশিদের কাছে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো তুলে ধরার জন্য তিনি প্রতিবেদনগুলো ইংরেজিতে অনুবাদ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান শাহ আবু নাঈম মোমিনুর রহমান কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। ছবি : পিআইডি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন।

 

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ইনোভেশন পার্টির জরুরি আলোচনা সভা: “মানবিক বাংলাদেশ গড়ার পথে ঐক্যবদ্ধ প্রয়াস”

রূপসা থানা শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন আহবায়ক মাছুম বিল্লাহ, সদস্য সচিব সাঈদ গাজী

নিবন্ধনসহ দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত

মোল্লাহাটে সরকারি রাস্তার ইট গোপনে বিক্রি: রানিং তিন ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেজিস্ট্রির সময় দলিলে যা বারবার চেক করবেন

খুলনা পূজাখোলা এলাকায় বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে

আসিফ মাহমুদের ব্যানার নামিয়ে ফেলার অনুরোধ

চট্টগ্রামে আইনজীবীদের আদালত বর্জনের ঘোষণা

রূপগঞ্জে তানযীমুল মাদারিসিল ক্বওমিয়্যাহ আঞ্চলিক শিক্ষা বোর্ডের বার্ষিক ফলাফল প্রকাশ

ভারত থেকে যেসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ