বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল চেয়ে আইনি নোটিশ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ১৭, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের প্রেক্ষাপটে ভারতকে দেওয়া ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও করিডোরসহ সব সুবিধা বাতিল করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আজিজুল হক রেজিস্ট্রি ডাকে এই নোটিশ পাঠান। পররাষ্ট্র সচিব, অর্থসচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালযয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র চেয়ারম্যানের দপ্তরে এই নোটিশ পাঠানো হয়েছে।

ট্রানজিট হলো— একটি দেশের পণ্য ও যাত্রী অন্য কোনো দেশের ভুখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বা নিজ দেশের অন্য একটি ভূখণ্ডে পরিবহন করার সুবিধা।

ট্রান্সশিপমেন্টও এক ধরনের ট্রানজিট সুবিধা। এটি ট্রানজিট ব্যবস্থার মধ্য থেকেই বাড়তি এক ধরনের সুবিধা। ট্রানজিট সুবিধা নেওয়ার সময় পণ্যের চালানের জন্য যদি যানবাহন পরিবর্তন করা হয়, তাহলে একে ট্রান্সশিপমেন্ট সুবিধা বলে। আর ট্রানজিটের আওতায় একটি দেশ বা একাধিক দেশ যে সুবিধা নেয়, একে অনেক সময় করিডর সুবিধা বলা হয়।

সাধারণত নানা অসুবিধার কারণে পণ্যের আসা-যাওয়া সহজ করতে যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয়, এটাকে করিডর সুবিধা বলে।

আকস্মিকভাবে গত ৮ এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। নোটিশে এই বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, ‘২০১৬ সালে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে ২০২০ সাল থেকে ভারতের কাছ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। এই সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশ আর ভারতের বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে না।

নিজস্ব উপায়ে অন্যান্য দেশে পণ্য পরিবহন করতে হবে। ভারতের এই পদক্ষেপ স্পষ্টতই বাংলাদেশের পণ্য ও পরিষেবার সহজ চলাচলকে সংকুচিত ও সীমাবদ্ধ করেছে। শুধু তাই না, ভারতের ই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণকে বাধাগ্রস্ত করেছে। এ ধরনের বৈরী আচরণের মধ্য দিয়ে ভারত আইন লঙ্ঘন করেছে।’

বাংলাদেশের কাছ থেকে ভারত ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও করিডোর সুবিধা নিচ্ছে উল্লেখ করে নোটিশে আরও বলা হয়েছে, ‘ফেনী অর্থনৈতিক অঞ্চল (ইজেড)সহ ভারতের জন্য বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল, এমনকি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) বাংরাদেশে রয়েছে।

শুধু তাই না, বাংলাদেশে অনেক ভারতীয় টিভি চ্যানেল রয়েছে, যার মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করার পাশাপাশি বাংলাদেশে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠা করছে। এ ধরনের বিশাল সুযোগ-সুবিধা পাওয়ার পরও কেবল ক্ষোভ মেটাতে এবং বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারকে বাধাগ্রস্ত করতে হঠাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এটি একটি জঘন্য সিদ্ধান্ত। এই কাজ করে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করেছে।’

দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে নোটিশটি দেওয়া হয়েছে জানিয়ে আইনজীবী মোহাম্মদ আজিজুল হক কালের কন্ঠকে বলেন, “জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে সরকারের দায়িত্ব হচ্ছে, ভারতের আধিপত্য থেকে দেশ, জনগণ ও সার্বভৌমত্বকে রক্ষা করা।

তিনি বলেন, “ভারতের অযৌক্তিক ও ঔপনিবেশিক স্বার্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই উপযুক্ত সময়। যদি তা না করা হয়, তাহলে নিশ্চিত যে ভারত অদূর ভবিষ্যতে বাংলাদেশবিরোধী আরও পদক্ষেপ নেবে। তাই বাংলাদেশ সরকারের উচিত জনগণের স্বার্থে ভারতকে দেওয়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও করিডোরসহ সব সুবিধা বাতিল বা প্রত্যার করা।” নোটশি পাওয়ার সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা হিসেবে হাইকোর্টে রিট করা হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় মানববন্ধনে অসত্য বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

ডুমুরিয়া ঘোনাবান্দা এলাকার কচ্ছপ বিক্রেতার কারাদন্ড

ঝিনাইগাতীর ডাকাবরে দীর্ঘ সাড়ে চার যুগেও নির্মিত হয়নি একটি সেতু, জনসাধারণের দুর্ভোগ চরমে

ছাত্রদলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে শুধু বহিষ্কার নয়, আইনি ব্যবস্থা’

রূপসায় বজ্রপাতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ধামইরহাটে আস সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় প্রধান উপদেষ্টা

জেলগেট থেকে গ্রেফতার আ’লীগ নেতা

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে