রবিবার , ২০ জুলাই ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আমাদের ওপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২০, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে শহীদ স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জ ও কক্সবাজারে হামলার প্রেক্ষাপটে আমরা অনেক ডিফিকাল্টিজের (অসুবিধা) মধ্যে আছি। গোপালগঞ্জের ঘটনা সবাই দেখেছেন। আমাদের ওপর বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে নানাভাবে।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা আর্থিক অসহায়ত্ব, উপদেষ্টাদের কাছে গিয়ে সম্মানজনক সাড়া না পাওয়া, নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাঙামাটির উদ্দেশে রওনা দেন।

এদিকে কক্সবাজারের ঘটনার পর শনিবার রাতে এনসিপি নেতারা নগরীর যে হোটেলে অবস্থান করেছিলেন, সেখানে নিরাপত্তায় ডগ স্কোয়াড মোতায়েন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার এনসিপির সমাবেশস্থলে মোতায়েন করা হয় পুলিশের বিশেষ ইউনিট সোয়াট।

এছাড়া সকাল থেকেই সমাবেশস্থলসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সারা দেশে যাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে বসছি। সবারই মোটামুটি একই ধরনের সমস্যা। কিছু জায়গায় সমস্যা কিছুটা কম, সুযোগ-সুবিধা পৌঁছেছে, খোঁজখবর নেওয়া হয়েছে। আমরা সরকারের ওপর বারবার চাপ সৃষ্টির চেষ্টা করছি। দেখা যাচ্ছে, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ মাঠপর্যায়ে পৌঁছাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা আছে, সেজন্য শহীদ পরিবারগুলোর যেভাবে সম্মান পাবার কথা সেভাবে হচ্ছে না, বিভিন্ন জায়গায় অভিযোগগুলো শুনছি।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আমরা দল হিসেবে আপনাদের কাছে আসিনি। আসলে আমরা অভ্যুত্থানে একসঙ্গে ছিলাম, আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন, সেই জায়গা থেকে দলমতের ঊর্ধ্বে উঠে আমরা সবাইকে এক পরিবার মনে করি। আসলে শহীদদের তো কোনো দল হয় না, তারা দেশের জন্য জীবন দিয়েছেন। তবে উপদেষ্টারা আপনাদের অসম্মান করেছেন, এটা আমরা জানতাম না। এটার প্রতিবাদ আমরা করব।

জুলাই সনদ হলে গণঅভ্যুত্থান সাংবিধানিক ভিত্তি পাবে মন্তব্য করে নাহিদ বলেন, আমরা পার্টির পক্ষ থেকে একটা গণঅভ্যুত্থান সেল করছি। এরপর জুলাই সনদের বিষয়ে তো আমরা কথা বলছি। ৩ আগস্ট আমাদের বড় প্রোগ্রাম আছে। সরকারও অবশ্য বলছে যে, ৫ আগস্টের আগেই তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দেবে। তখন জুলাইয়ের গণঅভ্যুত্থান সাংবিধানিক একটা ভিত্তি পাবে।

সিএমপির এডিসি (পিআর) মাহমুদা বেগম বলেন, এনসিপির সমাবেশ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় সকাল থেকে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সর্বশেষ - সংবাদ