বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

র‌্যাবের প্রধান কার্যালয় নির্মাণ ব্যয় বাড়লো ৬ কোটি ১৯ লাখ টাকা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২৩, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ ব্যয় ৬ কোটি ১৯ লাখ ৬২ হাজার ৮১৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে।

র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশন অনুমোদন দেওয়ার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ’ প্রকল্পের লট-১: সাপ্লাই, ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং অব এক্সপানশন অব এক্সিটিং নুটানিক্স প্রাইভেট ক্লাউড প্ল্যাটফর্ম ইন ন্যাশনাল ডাটা সেন্টার অ্যাট বিসিসি অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই প্রকল্পে মোট ব্যয় হবে ৫৭ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৪০১ টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিদেশ থেকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ’ প্রকল্পের ডব্লিউডি -১(ন) লটের পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনক্রমে ‘র‌্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ’ প্রকল্পের বিভিন্ন কাজের জন্য মজিদ সন্স কন্সট্রাকশন লি.-কে নিয়োগ দেওয়া হয়। কাজের ক্রয় চুক্তি ছিল ১৯২ কোটি ৪ লাখ ৩২ হাজার ৩২৬ টাকা । চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় নির্মাণ কাজের টেন্ডাভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৬ কোটি ১৯ লাখ ৬২ হাজার ৮১৯ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

এদিকে, ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ’ প্রকল্প লট-১: এর আওতায় সাপ্লাই, ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং অব এক্সপানশন অব এক্সিটিং নুটানিক্স প্রাইভেট ক্লাউড প্ল্যাটফর্ম ইন ন্যাশনাল ডাটা সেন্টার অ্যাট বিসিসি-এর ক্রয় কার্য সম্পাদনের জন্য সিঙ্গেল স্টেজ টু ইনভেলপ পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে মাত্র ১টি প্রস্তাব আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান ঠাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লি. ঢাকার নাম দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশ করলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ৫১ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৫৮২ টাকা।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাজার ভাঙচুর ঘঠনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ

লায়ন জিয়াউর রহমান শেখ মোল্লাহাট উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিযুক্ত

মব জাস্টিসের নামে দেশে অরাজকতা ছড়াচ্ছে একটি গোষ্ঠী: আমিনুল হক

এবার রুপসা সেতুর টোল প্লাজা অবরোধ, দুইপারে আটকে আছে শত শত যানবাহন

ডায়াবেটিক রাইস ব্রি ধান১০৫: সুস্বাস্থ্য ও উচ্চ ফলনের নিশ্চয়তা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন বেবী নাজনীন

শাহবাগে ফুলের দোকানে আগুন, যা বলল ফায়ার সার্ভিস

মগবাজারে চাঞ্চল্যকর ছিনতাইসহ খুনের ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, ডিবি কর্তৃক গ্রেফতার দুই

গণ-অভ্যুত্থানের দিনগুলো : গোয়েন্দাদের যেভাবে বিভ্রান্ত করতেন সমন্বয়করা

এবার নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত