মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা নগরীর মোহাম্মদ নগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আফরোজা খানম মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফরোজা খানম মোহাম্মদ নগর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আফরোজা খানম সোনালী ব্যাংকের খুলনা শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।