জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): শেরপুর জেলার নকলা উপজেলার ৮ নং চর অষ্টধার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাজাহান এর ছোট ভাইয়ের দোকানে বিজিডির ৪১ বস্তা চাউল মজুদ রাখার অভিযোগে, ওই সময় উপস্থিত মোঃ শাহজাহানকে আটক করেন কর্তব্যরত সেনা সদস্যরা।
এই বিষয়ে নকলা উপজেলা বিএনপির জরুরি মিটিংয়ের আয়োজন করেন, উক্ত জরুরি মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় দলীয় নিয়ম শৃঙ্খলা বঙ্গের কারণে ৮ নং চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান এর দলীয় পদ সাময়িক ভাবে বরখাস্ত করা হলো এবং তার পদটি স্থগিত রাখা হলো তবে তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত হলে তাকে আবার দলীয় পদ পুনরায় ফেরত দেয়া হবে বলে জানান, এবং এই ঘটনাটির তদন্ত চলমান আছে বলে জানান, আমরা আরও জানতে পারি নারায়ণখোলা পরিত্যক্ত একটি ভবন থেকে আরও ৪৪টি বস্তা বিজিডির চাউল উদ্ধার করেন যৌথ বাহিনী।
প্রেস ব্রিফিং করেন, নকলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, উক্ত মিটিংয়ে উপস্থিত হয়ে আরও অনেকেই বক্তব্য রাখেন, নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল হক দুলাল, বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মোজা সাবেক চেয়ারম্যান ৬ নং পাঠাকাটা, বিএনপির যুগ্ম আহবায়ক সায়েদুল হক (লান্জু), বিএনপির যুগ্ম আহবায়ক মোনায়েম সরকার, সাবেক ৮ নং চর অষ্টধার ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ খান, ৩ নং ইউ, পি, বিএনপির সাধারণ সম্পাদক আঃ আওয়াল কাজল, ৪ নং ইউ পি বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ২ নং নকলা ইউ পি বিএনপির সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন মাষ্টার, ১ নং গনপদ্দী ইউ, পি বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার শফিকুর রহমান লিংকন, ৫ নং বানেশ্বদী ইউ পি বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ৬ নং পাঠাকাটা ইউ, পি, বিএনপির সভাপতি মফিদুল তালুকদার, ৮ নং চর অষ্টধার ইউ, পি, বিএনপির সভাপতি ইসাহাক আলী মন্ডল, ৯ নং চন্দ্রকোনা ইউ, পি, বিএনপির সাধারণ সম্পাদক শামীম ফরাজি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।