বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

‘সবাইকে সমান দৃষ্টিতে দেখছে অন্তর্বর্তী সরকার’

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ডিসেম্বর ৫, ২০২৪ ১০:৫২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব নাগরিককে সমান দৃষ্টিতে রেখে সবার অংশগ্রহণে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র।

 

বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের মতামতের ভিত্তিতে আমি মনে করি যে, এদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষের। সবার অংশগ্রহণে রক্তের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন ভ‚খণ্ড তৈরি হয়। এটিই আমাদের মাতৃভ‚মি। বিশ্বের একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, যার সক্রিয় সহযোগিতায় ১৯৭১ সালে ৯ মাসে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

বিবৃতিতে আরও বলা হয়, এদেশে বিগত সরকারের আমলে এক শ্রেণির অসৎ দলীয় নেতাকর্মী, সাংসদ, মন্ত্রী, সরকারি আমলা ও তাদের দোসরদের সৃষ্ট ব্যাপক দুর্নীতি হয়েছে। অর্থ আÍসাৎ ও বিদেশে এদেশের সম্পদ পাচারসহ নানা ধরনের অন্যায় ও উন্নয়নবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার ঘটনা খুবই দুঃখজনক।

বর্তমান সরকারের প্রতি আমাদের উদাত্ত আহবান, এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে দেশে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা। বিগত শাসনামলে সরকারের অনেক ক্ষেত্রে সুশাসনের অভাবে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। দেশে দ্রুত শান্তি -শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট ভ‚মিকা পালন করার জন্য আমরা বর্তমান সরকারের কাছে আহবান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ একটি উদার ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। এখানে আবহমানকাল থেকে ধর্মীয় ক্ষেত্রে উদারতা নিয়ে সব ধর্মের মানুষ তাদের ধর্ম চর্চা করে আসছে। এতে এ দেশের মানুষ অত্যন্ত সৌহার্দ ও সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে সচেষ্ট হবে বলে আমরা আশাবাদী।

ইতোপূর্বে দেশে বিভিন্ন সরকারের শাসনামলে এক শ্রেণির মানুষ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপপ্রয়াসে লিপ্ত ছিল, সেটিও খুবই দুঃখজনক।

উপাচার্য বিবৃতিতে বলেন, সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে সেদেশের কিছু হামলাকারী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে, যা মোটেও কাম্য নয়।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাংস বিক্রির টাকা চাওয়ায় যুবক খুন

ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি

দৈনিক ‘স্বাধীন কাগজ’ পত্রিকার (উপ সম্পাদক)’র দায়িত্ব গ্রহণ করেছেন ফয়সাল রায়হান

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

শেরপুর জেলা প্রশাসকের দিকনির্দেশনা ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়

‘আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত’ – তারেক রহমান

বেনজীরের কালো টাকা এখনই সাদা করার সুযোগ নেই

নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে: নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব রাজনীতি নিষিদ্ধ