মো: ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন মামা ভাগিনা এলাকায় ডেইলি ব্রিজের নিচ থেকে একটি মহিলার বস্তা বন্দি লাস উদ্ধার করা হয়েছে।
উদ্ধার কার্যক্রম চলাকালে আরো কয়েকটি বস্তার অবস্থান নিশ্চিত করা গেছে ঘটনাটি ঘটেছে জামালপুর মেলান্দহ মহাসড়কের মামা ভাগিনা বেইলি ব্রিজ এর নিচে কচুরি পানার ভিতরে ভাসমান অবস্থা বস্তাবন্দী কোন জিনিস দেখতে পেয়ে লোকজন পুলিশে খবরদিলে মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি মহিলার বস্তা বন্দী লাশ উদ্ধারের পর আরো লাশের অনুসন্ধান চালাচ্ছে ইতিমধ্যেই আরও বস্থা বন্দী লাস আছে বলে ধারণা করে অনুসন্ধান চালাচ্ছে।
ঘটনা লেখা পর্যন্ত আরো লাশ পাওয়ার সম্ভাবনা খুব জানিয়ে যাচ্ছে।