মোস্তাফিজুর রহমান : রাজধানী উত্তরা দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। আজ ২১ জুলাই, রোজ সোমবার বেলা অনুমান ১ টা ৩০ মি: এর সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাস এর ওপর আঁচড়ে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন শিক্ষার্থীসহ অন্যান্য পথচারী। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বংসের মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষের উদ্দেশ্যে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এ দুর্ঘটনায় বিমানটির পাইলট, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যদের প্রাণ হারানো ও আহত হওয়ার ক্ষতি অপূরণীয়। রাজধানী ঢাকাসহ সমগ্র দেশবাসীর জন্য এটি একটি গভীর বেদনার মুহূর্ত।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামসহ রাজউক এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। একইসাথে হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলায় কাজ করার আহবান জানিয়েছেন এ প্রতিষ্ঠান।
রাজউক এই মর্মান্তিক দু্র্ঘটনার সুষ্ঠু তদন্ত, ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দুর্ঘটনা-প্রবণ এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ছাড়া, রাজউক চেয়ারম্যান জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও দুর্ঘটনা স্থলে রাজউক এর পক্ষ থেকে সকল ধরনের প্রাথমিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন।
রাজউক এর পক্ষ থেকে নগরবাসীর প্রতি এই শোকের সময় সবাইকে ধৈর্য ধারণ এবং দুর্ঘটনা-সম্পর্কিত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহবান জানানো জানিয়েছেন।