বুধবার , ৪ জুন ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট জনগণের আশা পূরণ করবে: আমান উল্লাহ আমান

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ৪, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সাগর বাদশা  (স্টাফ রির্পোটার):  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট ঘোষণা করেছে, তা দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বর্তমান সরকার যে বাজেট দিয়েছে, তা অবশ্যই জনগণের কথা চিন্তা করেই দেয়া হয়েছে। এই বাজেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।

” আমান উল্লাহ আমান আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘোষিত বাজেটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে বলেই আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুবদল নেতা শাওন সরকার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত