রবিবার , ২ জুন ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সুনামগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীর জরিমানা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ২, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভিকে ২৫ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামান রুকনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ জুন) বিকেলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ অর্থদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে একটি সিএনজিচালিত অটোরিকশায় দুটি মাইক ব্যবহার করা হয়। যা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন। এ অপরাধে সাদাত মান্নান অভিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামান রুকনের পক্ষে মোটরসাইকেল ও পিকআপের বিশাল শোডাউন করায় রুকনুজ্জামান রুকনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রুকনুজ্জামানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ - সংবাদ