শুক্রবার , ৬ জুন ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সৌদি আরবের সাথে মিল রেখে মাদারগঞ্জে ঈদুল আজহা উদযাপন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ৬, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোহাম্মদ ইউসুফ আলী(মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): সৌদি আরবের ধর্মীয় ক্যালেন্ডার অনুসরণ করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এবারও আগাম ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলি ইউনিয়নের লোটাবর কাজিয়াবাড়ী গ্রামে আজ শুক্রবার (৬ জুন) ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল ৯টার দিকে গ্রামের স্থানীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত, যেখানে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদের নামাজে অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে ছিলো নবীন-পুরুষ, যুবক ও বয়োজ্যেষ্ঠরা। নামাজ শেষে তারা ধর্মীয় বিধান অনুসারে পশু কোরবানি করেন। স্থানীয় বাসিন্দারা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী ইসলামি ধর্মীয় অনুষ্ঠান ও রোজা পালন করে আসছেন। এ ধারা বজায় রেখে এবারও একদিন আগে ঈদ উদযাপন করছেন।

গ্রামের বাসিন্দা জানান, “আমরা বিশ্বাস করি, হিজরি ক্যালেন্ডারের মূল ভিত্তি সৌদি আরবের হিসাব অনুযায়ী হওয়ায় সেখানকার সিদ্ধান্ত অনুসরণ করাই উত্তম। তাই আমরা সৌদির সাথে মিল রেখে ঈদ পালন করে থাকি।” এ সময় পুরো গ্রামে ছিলো উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোরদের মাঝে দেখা যায় ঈদের নতুন পোশাক ও আনন্দের ছাপ।

বাড়িতে বাড়িতে তৈরি হয়েছে ঈদের বিশেষ খাবার ও মিষ্টান্ন। উল্লেখ্য, প্রতিবছরই দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদ উদযাপনের চিত্র দেখা যায়। মাদারগঞ্জের লোটাবর কাজিয়াবাড়ী গ্রামও তার ব্যতিক্রম নয়।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত