মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): সী ট্রাক -সরকারী এবং বে- ক্রুজার। মালিকানা কমপিটিশন চলছে। এতে করে ব্যাহত হচ্ছে নিয়মিত সিডিউল। দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের। এমন কি একটি কু চক্র মহল চাচ্ছে যে কোন একটি নৌযান বন্ধ হয়ে জাক।
কিন্তু আমরা সেটি চাইনা, আমরা চাই। কোন ধরনের লড়াই না করে মিলেমিশে জনসাধারণের সেবা দেওয়া হোক।
আমরা চাই নিয়ম মেনেই দুটি নৌযান চলাচল করুক। আমরা সাধারণ যাত্রীরা যেন হয়রানির শিকার না হয়।
কিন্তু এখন দেখা যাচ্ছে রাত ৩টায় টিকিট বিক্রি করে। ভোরে জাহাজ ছাড়া হয়। এতে করে মানুষ আরো বেশী কোস্ট পাই। তাই।আপনাদের কাছে অনুরোধ। আপনারা সুন্দরভাবে শিডিউল করে যাত্রী সেবা দিয়ে যাবেন।
এটাই আমরা আসা করবো ধন্যবাদ।