বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ২৬, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ গিয়াস উদ্দিন (বাগেরহাট জেলা সংবাদদাতা): বাগেরহাটের মোল্লাহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১১ জন অস্ত্র চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় মোল্লাহাটের আবুল খায়ের সেতুর টোলপ্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৬টার দিকে ঢাকা মেট্রো-চ ১৫-৬৭৭০ নম্বরের একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাড়ি থেকে ৪টি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। মাইক্রোবাসে থাকা ১১ জনকে তাৎক্ষণিকভাবে আটক করে হেফাজতে নেয় পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযানের পরিকল্পনা করি। অস্ত্র ও গুলিসহ ১১ জনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালান চক্রের সদস্য।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে সবিস্তার জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী জেলা হওয়ায় বাগেরহাট ও আশপাশের এলাকায় অস্ত্র পাচারকারীদের গোপন তৎপরতা রয়েছে দীর্ঘদিন ধরে। তবে পুলিশের সাম্প্রতিক সক্রিয়তা ও গোয়েন্দা নজরদারির ফলে এই ধরনের বড় অস্ত্র চালান আটক করা সম্ভব হলো।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - সংবাদ