(মুহাম্মদ ইসমাইল হোসেন,( জামালপুর জেলা প্রতিনিধী) জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়িতে আব্দুর রহিম নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্ধর্ষ সন্ত্রাসীরা । শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা চর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এছাড়াও তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। নিহতের স্ত্রী রেহানা বেগম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতে নিজ ঘরের কক্ষ থেকে ডেকে বের করা হয় আব্দুর রহিমকে।
পরে বাড়ির উঠানে ১০-১২ জনের একটি দল উপর্যুপরি তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাধা দিতে আসলে তাদেরও মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম আতিকুর রহমান জানান, ঘর থেকে বাড়ির উঠানে ডেকে নিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।