রবিবার , ৬ জুলাই ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৬, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের দশম গ্রেডের জন্য রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের দাবি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যান্য সব প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর। গত বৃহস্পতিবার (৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রিট পিটিশন নম্বর-৩২১৪/২০১৮-এর বিপরীতে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটকারি ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রায় বাস্তবায়নে সম্মতি দিয়েছে।

অবশিষ্ট প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন।

এদিকে সরকারের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। সমিতির সভাপতি মো. আবুল কাশেম বলেন, ‘দশম গ্রেড বাস্তবায়নে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। তবে শুধু রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমাদের দাবি ছিল, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন, এ ছাড়া সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন। সে কারণে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আগামী ১৮ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছি। আমরা আশা করি, সরকার দ্রুত দেশের সব প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করুক এবং সহকারী প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।’

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে দশম গ্রেড বাস্তবায়নের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানানো হয়েছে।

অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়, দশম গ্রেড বাস্তবায়নকে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী মহল প্রধান শিক্ষকদের কাছ থেকে চাঁদাবাজি/আর্থিক সুবিধা গ্রহণ করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং ফৌজদারি অপরাধের শামিল। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং চাঁদাবাজি/আর্থিক সুবিধা গ্রহণকারীদের নিকটস্থ থানায় সোপার্দ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কেএমপি’তে ৫৮ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনঃ

খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

‘নানা নাতি’ গানটি ইউটিউব থেকে সরাতে নির্দেশ দেয়ার কারণ

শেখ হাসিনা দেশে ফিরবেন কেবল ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য

খুলনার রূপসায়, আলাইপুরের গরুর হাট জমতে শুরু করেছে

আইপিএল উদ্বোধনে যে তারকারা পারফর্ম করবেন

রূপগঞ্জের কায়েতপাড়ায় আলোর কাফেলা সামাজিক সংগঠনের উদ্যোগে রাস্তা মেরামত

মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার প্রায় ২০০ কেজি ওজনের বোমা নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম

‘আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি’, ড. ইউনূসকে আল ওয়াইস