মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): ২০১৯ সালে খুলনা সিটি করপোরেশন ৮২৩ কোটি টাকার বৃহৎ ড্রেনেজ উন্নয়ন প্রকল্প হাতে নেয়, কিন্তু ফলাফল কোন উন্নতি নেই।
অল্প কিছুক্ষণ বৃষ্টি হলেই শুরু হইয়া যাই সাধারণ মানুষের ভোগান্তি, প্রায় সবকটি রাস্তা দেই পানি জমে থাকে, অনেক রাস্তাতে তো আবার যানবাহন যেতেই পারে না, গাড়ির মধ্যেই উঠে যায় পানি।
খুলনা রয়েল মোড়ে মনে হয় যেন নদী বয়ে গেছে, সাধারণ মানুষ রাস্তার এপার থেকে ওপারেই যেতে পারে না, ৮২৩ কোটি টাকার ড্রেনেজ উন্নয়নের কাজ করলেও কোন লাভ হয়নি সাধারন মানুষের, একটু বৃষ্টি হলেই চুরি হয়ে যাই ভোগান্তি, সাধারণ মানুষের চাওয়া ড্রেনের ব্যবস্থার আরও উন্নতি করে জনগণের কষ্ট দূর করা হয়।